রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
সুনামগঞ্জের ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত
মোশারফহোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ শপথ অনুষ্ঠান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(জেনারেল) অসিম চন্দ্র বণিক,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) তামিম আল ইয়াসিন,দোয়ারা বাজার উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ,সহকারী কমিশনার(ভূমি) মো. সম্রাট হোসেন প্রমুখ। এছাড়া ও নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে শপথ বাক্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,দোয়ারাবাজার সদর ইউপির চেয়ারম্যান মো. আব্দুল হামিদ,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন,বোগলা বাজার ইউপি চেয়ারম্যান মো. মিলন খান,মান্নারগাওঁ ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী,পান্ডারগাওঁ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ,দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম,সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীর প্রতিক ও নসিমপুর ইউপি চেয়ারম্যান মো. নুর উদ্দিন প্রমুখ।জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন,গ্রামকে শহরে পরিণত করতে হলে স্থানীয় সরকারের তৃণমূলের ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে ভিশন গ্রামকে শহরে পরিণত করতে হলে গ্রাম পর্যায়ে শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান.চিকিৎসাসেবা সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই সাধারন জনগনের মৌলিকা অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। তখনই কেবল গ্রামের মানুষজনের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং সকলেই একটু সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। তিনি উপস্থিত সকল জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।পরে নবনির্বাচিত চেয়ারম্যানগণকে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন শপথ বাক্যে পাঠ করান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.