পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন প্রায় প্রতিবছরই বাঁধ ভেঙে হাওরের ধানের ব্যাপক ক্ষতি হয়। ২০১৭ সালের চেয়ে এবার পানি বেশি হয়েছে। হাওরের বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বাঁধের কাজ ভালো হওয়ায় এখনও তা টিকে আছে ফসল। প্রতিমন্ত্রী বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন শেষে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের হাওরের এখন পর্যন্ত যে ফসল নষ্ট হয়েছে তা দেশের খাদ্য মজুতে কোনও প্রভাব ফেলবে না। দেশে খাদ্যশস্যের দাম বাড়ানো কোনও সুযোগ নেই। সাংবাদিকরা যদি এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেন, তাহলে বিষয়টিকে পুঁজি করে খাদ্যশস্যের দাম বাড়িয়ে দেওয়া হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]