রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন,জেলা আওয়ামীলীগ,জেলা জাতীয় পার্টি,জেলা যুবলীগ ছাত্রলীগ,জেলা সাংবাদিক ফোরাম,অনলাইন প্রেসক্লাব,জেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট,জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সবুজ কান্তি দাস,জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ,জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে,ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. রফিক আহমদ চৌধুরী,জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ,জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,একুশে টিভির প্রতিনিধি মো. আব্দুস সালাম, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব রুহুল আমীন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ, সাধারন সম্পাদক মো. আফজাল হোসেন,প্রেসক্লাবের সদস্য মো. ফরিদ মিয়া,সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল,সাংবাদিক কেএম শহীদুল,সাংবাদিক মোশাহিদ আহমদ সাংবাদিক মোশারফ হোসেন লিটন প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন,১৯৭১ সালের আজকের ঐদিনে পাকিস্থানী হানাদার বাহিনীর আত্ম সমর্পনের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল। তাই এই দিনটির জন্য দেশের দামাল ছেলেরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে তখন ত্রিশলাখ শহীদ ও দু’লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আজকের এই বিজয় দিবস।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.