রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
সুনামগঞ্জ তাহিরপুরে টাঙ্গুয়ায় বজ্রপাতে জেলে নিহত
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি বিলে প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত পড়লে ওই জেলে নিহত হন।
নিহত রফিকুল উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের মৃত পুলিশ মিয়ার ছেলে।
বজ্রপাতে ওই জেলের মৃত্যুর বিষয়টি তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন নিশ্চিত করেন।
নিহত জেলে রফিকুলের পারিবারীক সুত্র যুগান্তরকে জানায়, উপজেলার লামাগাঁও গ্রামের জেলে রফিকুল আরো এক সহযোগিকে নিয়ে সন্ধায় গ্রামের সামনে টাঙ্গুয়ার হাওরে একটি বিলে (জলমহাল) মাছ ধরতে যান।
সাথে থাকা সহযোগি রাতের খাবার নিতে গ্রামের ফিরে আসার পর রাত সাড়ে আটটার দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এদিকে টাঙ্গুয়ার হাওরে বিলে মাছ ধরাকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত পড়লে মাছ ধরার নৌকায় থাকা অবস্থায় বজ্রপাত পড়লে রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে বৃষ্টি কিছুটা কমে গেলে রফিকুলের সহযোগি হাওরে ফিরে গিয়ে নৌকায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও গ্রামবাসী খবর দেন।
গ্রামবাসী ও পরিবারের সদস্যরা নিহত রফিকুলের মরদেহ রাতেই হাওর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.