মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ৬ ডিসেম্বর সুনামগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে বণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড,জেলা আওয়ামীলীগ,পৌরসভাসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্রের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিণারে গিয়ে সকল শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,সুনাম জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট,পুলিশ সুপার মো. মিজানুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবু সুফিয়ান,বীর মুক্তিযোদ্ধা ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. মকসুদ আলী,পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. আবু সাঈদ, ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান,টিআই মো. সামছুল আলম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,জেলা সিপিবির সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার,জেলা খেলাঘরের সভাপতি ও সাংবাদিক বিজন সেন রায়, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও শিক্ষক নেতা মো. রুহুল আমীনসহ প্রমুখ। পরে র্যালীটি শহরের হাছনরাজা অডিটরিয়ামে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।নেতৃবৃন্দরা বলেন ১৯৭১ সালের পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সুনামগঞ্জের অনেক বীরমুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন তাদের আত্মত্যাগের বিনিময়ে ৬ডিসেম্বর আজকের ঐদিনে সুনামগঞ্জকে হানাদার মুক্ত করেন। ঐদিনে সুনামগঞ্জের অনেক দামাল ছেলেদের আত্ম বলিদানের মধ্যেমে এই সুনামগঞ্জ মুক্ত হয়েছিল।
০ views