মোঃ উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণা তত বেড়েই চলেছে। সুনামগঞ্জের ৫টি আসনে নির্বাচনী প্রচারণা শুরু হলেও সুনামগঞ্জ-১ আসনে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। হাওর বেষ্টিত প্রতিটি আসনের মধ্যে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসন। বিশাল জনগোষ্টির এ আসনে এবারের সংসদ নির্বাচনে একটু ব্যতিক্রমধর্মী প্রচার প্রচারণা লক্ষ্য করছেন সাধারণ মানুষ। কে হবেন নৌকার কান্ডারী? এমন সুরআলাপ এবং গুঞ্জন শুরু হয়েছে সর্বত্র। গত ১৫ বছর যাবত সুনামগঞ্জ-১ আসনে বরাবরের মতোই একটানা তিন তিন বারের মতো কোনো শক্তিশালী প্রার্থী না থাকায় নৌকার মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন বিতর্কিত ও নানা অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। কিন্তু এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাকে নৌকার মনোনয়ন দেবেন সেই ভাবনা চিন্তায় নেতাদের মধ্যে শুরু হয়েছে দৌড় ঝাঁপ। প্রচার প্রচারণায় ব্যস্থ সময় পার করছেন অনেকে। ইতোমধ্যে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সাথে নির্বাচনে পাল্লা দিয়ে অংশগ্রহণ করার মতো প্রার্থী
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]