মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী কর্মকান্ড। জোরপূর্বক গাছপালা কর্তন করে ব্যাপক ক্ষতি সাধন। বাধা দেয়ায় মারপিটে ১ মহিলা গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের।
মামলা সূত্রে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃতঃ মোহাম্মদ আলীর মেয়ে মোনসেফা বেগম (৫৮) এর সাধে একই গ্রামের পাশ্ববর্তী প্রতিপক্ষ মৃতঃ সাইফুদ্দিনের পুত্র শাহআলমগংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে মামলা মোকদ্দমা চলে আসছে। এ ঘটনায় প্রতিপক্ষ শাহআলমগং ক্ষিপ্ত হয়ে প্রায়ই মোনসেফা বেগম ও তার পরিবারের লোকজনকে মারপিটসহ খুন-জখমের হুমকি দিয়ে আসতো।
এ ঘটনার জের ধরে গত ১৩-০৩-২০২২ ইং তারিখে ভোর আনুমানিক সাড়ে ৫ টায় প্রতিপক্ষ শাহআলমগং দলবলে বলিয়ান হয়ে হাতে লাঠিসোঁটা,ছোরা,দা,কুঠার,বেকি,
এ সময় বাধানিষেধ করলে প্রতিপক্ষ শাহআলমগং ক্ষিপ্ত হয়ে মোনসেফা বেগমেকে বেধড়ক মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে কর্তনকৃতগাছ ও বাঁশগুলো বাড়িতে নিয়ে যায়। এর পর গুরুত্বর আহত মোনসেফা বেগমকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মোনসেফা বেগম নিজে বাদী হয়ে গত ১৬-০৩-২০২২ ইং তারিখে প্রতিপক্ষ শাহআলমকে প্রধান আসামি করে ১৫ জনের নামে সুন্দরগঞ্জ থানায় মামলা (নং-০৯) দায়ের করেন। বাদী মোনসেফা বেগমের দাবী,প্রতিপক্ষ শাহআলমগং এখানেই ক্ষ্যান্ত নন। ইতোপূর্বে তারা একই ঘটনার জের ধরে পুত্র মাসুদ রানার দোকানঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটিয়ে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার ৩’শ ৫০ টাকার ক্ষতি সাধন করেন।
সেইসাথে পুত্র মাসুদরানাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় মামলা (নং-২৬, তারিখ ২১-০৩-২০২১) দায়ের করা হয়। বাদী মোনসেফা বেগম আরও দাবী করেন প্রতিপক্ষগণ এতোটাই দূর্ধর্ষ ও হিংস্র প্রকৃতির তাদের ভয়ে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি গাইবান্ধা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।