গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজের বসতবাড়ি ফিরে পাওয়া ও নারী লোভীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন মাজেদা বেগম। মাজেদা বেগম সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতিরজান গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী। ৭ নভেম্বর রবিবার দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাজেদা বেগম বলেন, তার স্বামী স্ত্রী-সন্তানকে বাড়িতে রেখে জীবিকার তাগিদে দীর্ঘদিন থেকে ঢাকায় অবস্থান করে রিক্সা চালাতো। এই সুযোগে তার স্বামীর আপন বড়ভাই জয়নাল মিয়া ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময়ে কারণে-অকারণে তাকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে ভাসুর জয়নাল মিয়া মাজেদাকে কু-প্রস্তাব দেয়। তার এই কুপ্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করলে মাজেদার শ্লীলতাহানিসহ শারীরিকভাবে নির্যাতন করে প্রাণনাশের হুমকি প্রদান করে। মাজেদাকে বেধরক মারপিট করে শ্লীলতাহানি ঘটিয়ে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুঁলিয়ে দেয়। মাজেদা বিষয়টি মোবাইল ফোনে স্বামীকে জানালে তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরে তার বড় ভাইয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাকেও মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। ফলে এক মাস থেকে মাজেদা তার স্বামী, সন্তান নিয়ে বাড়ি-ঘর ছাড়া হয়ে অন্যের বাড়িতে বসবাস করে আসছে। মাজেদা আরও বলেন, গত ২৪ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করে কোন প্রতিকার পাননি।সংবাদ সম্মেলনে মাজেদার স্বামী জিয়ারুল ইসলাম, বোন রাশেদা ও ছেলে মাসুদ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]