গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই তোফাজ্জল হোসেনকে একটি মামলার বাদীর সঙ্গে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় আটক করেছেন জনতা। গত ২৯ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মধ্য ধর্মপুর গ্রামের সৌদী প্রবাসী সাজু মিয়ার গোয়ালঘরে একটি মামলার বাদীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেন প্রতিবেশীরা। এলাকাবাসী বলেন, সৌদী প্রবাসী সাজু মিয়ার সঙ্গে তার বড় ভাইয়ের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ দ্বন্দ্বের ঘটনায় প্রবাসীর স্ত্রী কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এএসআই তোফাজ্জল হোসেন প্রবাসীর স্ত্রীকে মিমাংসা করতে না দিয়ে কালক্ষেপণ করে মাঝে মধ্যে বাদীর বাড়িতে আসা যাওয়া করতে থাকেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা বাদীর সঙ্গে সখ্যতার রহস্য খুঁজতে থাকেন। এক পর্যায়ে গত শুক্রবার ২৯শে অক্টোবর দিবাগত রাতে গোয়ালঘরে বাদীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে। আটক করার পর উত্তেজিত জনতা এএসআই তোফাজ্জল হোসেনকে বাড়ির উঠানের একটি আম গাছের সঙ্গে বেঁধে রাখে। সংবাদ পেয়ে থানা ও তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এএসআই তোফাজ্জল হোসেনকে উদ্ধার করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, এ ব্যাপরে বিভাগীয় তদন্ত চলছে। অভিযুক্ত এএসআই তোফাজ্জল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]