এস,এম শাহাদৎ হোসাইন,গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ সুপ্রকাশ সাহিত্য সংসদের (সুসাস) ছোট কাগজ ‘বৈশাখী’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ৯ এপ্রিল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুসাসের সভাপতি বিশ্বজিৎ বর্মণের সভাপতিত্বে মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মরণঘাতি করোনায় যারা প্রাণ হারিয়েছেন, যারা করোনা আক্রান্তদের চিকিৎসা কিংবা সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মারুফ, উদ্বোধক ছিলেন সুসাসের উপদেষ্টা নিভৃতচারী লেখক মো. আব্দুস সামাদ মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান, সুসাস উপদেষ্টা বরিশাল বিশ্বিবদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকার, সুসাস উপদেষ্টা লেখক ড. শফিউল ইসলাম ভূঁইয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব মাহফুজ ফারক,পাতা প্রকাশ চেয়ারম্যান জাকির আহমেদ,সাংবাদিক ও সুসাস উপদেষ্টা মো. হাবিবুর রহমান হবি প্রমুখ। মোড়ক উন্মোচন শেষে সুপ্রকাশ সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় প্রয়াত সুসাস উপদেষ্টা সুধাংশু নাথ মন্ডলের নামে প্রবর্তিত সম্মাননা স্মারক প্রদান করা হয় কবি সরোজ দেব ও মতিউর রহমার বসনীয়াকে এবং সাহিত্য অনুরাগে সুসাস সম্মাননা প্রদান করা হয় মো. নূরুল ইসলাম সরদার ও নূরুন্নাহার বেগম দম্পতিকে। অনুষ্ঠানে কবিতা ও ছড়া পাঠ করেন হাসান রোকন, চন্দন সাহা বাপ্পী, আল আমিন মোহসহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুসাস স¤পাদক কঙ্কন সরকার।