মেহেদি হাসান নয়ন বাগেরহাট জেলা প্রতিনিধি
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
মেহেদি হাসান নয়ন বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কালিরচরের পার্শ্ববর্তী ছেদনখালী খালের চরে অবমুক্ত করা হয়েছে মহাবিপন্ন প্রজাতির ১২ টি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ। ২৫ মে বুধবার বিকালে এ কচ্ছপ গুলো অবমুক্ত করা হলেও ২৬ মে বৃহষ্পতিবার দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। কচ্ছপগুলি অবমুক্ত করার সময় সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, অষ্টিয়ার ভিয়েনা জু’এর কিউরেটর টনি সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজাদ কবির আরও জানান সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে থেকে ১০টি ও ভারত থেকে চলে আসা খুলনা-পটুয়াখালী থেকে উদ্ধার করা ২টি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ সহ মোট ১২ টি কচ্ছপ সুন্দরবনের ছেদনখালী খালের চরে অবমুক্ত করা হয়েছে। তিনি জানান একটা সময় ছিলো যখন সুন্দরবনের এ ধরনের ঈষৎ লবনযুক্ত পানির কচ্ছপ ছিলো। বর্তমানে এ ধরনের কচ্ছপ আর দেখা যায় না। সুন্দরবনের কোথাও এ ধরনের কচ্ছপ আছে কি না, তা খুঁজতে ও কচ্ছপের চলাফেরা ও গতিবিধি জানার জন্য এ ১২টি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। উল্লেখ্য ২০১৪ সালে সুন্দরবনের করমজলে কচ্ছপ প্রজনন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। ২০১৭ সালে সংগ্রীহিত কচ্ছপ ডিম পাড়া শুরু করে। এ পর্যন্ত ৩২৭ টি ডিম থেকে ২৭৪ টি বাচ্চা পাওয়া গেছে। বর্তমানে বিভিন্ন বয়সী মোট ৩৮৭ টি কচ্ছপ আছে । এর মধ্যে ২০১৭ সালে ২টি ২০১৮ সালে ৫টি, ২০১৯ সালে ৫টি কচ্ছপ সুন্দরবনে অবমুক্ত করা হয়। করোনা মহামারির জন্য ২০২০ ও ২০২১ সালে সুন্দরবনে কোন কচ্ছপ অবমুক্ত করা হয়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]