বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী ও খালে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া একই সময় সুন্দরবনে পর্যটক প্রবেশের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এজন্য সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস পারমিট দেওয়া বন্ধ রেখেছে বন বিভাগ। খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার জানান, জুন থেকে আগস্ট এই তিন মাসকে সুন্দরবনের নদী-খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এছাড়া এই সময়ে বন্য প্রাণীরও প্রজনন মৌসুম। সে কারণে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালে এই মাস মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এ বছরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি জানান, তিন মাস বনে পর্যটক না গেলে বনের জীববৈচিত্র ও বন্য প্রাণী নিরুপদ্রব থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]