জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটে লোকালয়ে আসা ২০ ফুট লম্বা বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে ফের সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার মধ্যরাতে জেলার শরোনখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা বনবিভাগের সহায়তায় সাপটি উদ্ধার করে শুক্রবার সকালে ফের সুন্দরবনে অবমুক্ত করে। সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মো. মন্নান হোসেন জানান, 'পূর্ব সুন্দরবনের ভোলানদী পাড় হয়ে আসা ৪০ কেজি ওজনের অজগর সাপটি জামাল গাজীর ঘরের পাশে অবস্থান নেয়।বিশালাকৃতির এ অজগর লোকালয়ে ঢুকে পড়ায় গ্রামবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়লে তারা বনসুরক্ষা কমিটিকে খবর দেয়।পরে তাদের নেতৃত্বেই সাপটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে অক্ষত অবস্থায় অবমুক্ত করা হয়'।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]