ওমর ফারুক, চাঁদপুর : চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৩ মে) সকাল ১০ টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ,জাতীয় পতাকা উত্তোলনের পর আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের ক্রীড়া প্রতিযোগিতা গুলো সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করতে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবার সবসময়ই আন্তরিক ছিলেন এবং আন্তরিকভাবে ক্রীড়া অনুষ্ঠানগুলো সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে তারজন্যে তাঁরা নিবেদিত প্রান ছিলেন। আজকে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই টুর্নামেন্টের আয়োজন। এই টুর্নামেন্ট আমাদের জন্যে একটা বিশেষ টুর্নামেন্ট।তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, তোমরা খেলার নিয়ম মেনে সুন্দরভাবে খেলবে। তোমাদের কাছ থেকে একটা সুন্দর খেলা উপহার পেতে চাই। যে খেলার মধ্যে থাকবে শৃঙ্খলতা ও উচ্ছ্বাস। তোমাদের খেলা দেখে যেন অন্যান্যরা আরো আগ্রহ বাড়ে খেলা দেখে। বিশেষ করে মেয়েরা যারা খেলবে তাদের খেলা দেখে। তাদের খেলা দেখে অন্যান্য মেয়েরাও যেন এধরণের খেলার প্রতি আগ্রহ বাড়ে। আমরা চাই সুন্দর ও নিরপেক্ষ একটি টুর্নামেন্ট হোক।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিষদের প্রশাসক ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।আলোচনা শেষে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের খেলোয়ারদের সাথে পরিচিত পর্ব শেষ করেন।উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন চাঁদপুর সদর উপজেলা বালিকা দল বনাম শাহরাস্তি উপজেলা বালিকা দল। এতে ৬-০ গোলে শাহরাস্তিকে হারিয়ে বিজয় নিশ্চিত করেন চাঁদপুর সদর। অপরদিকে বালকদের খেলাতে চাঁদপুর সদর দল ২-০ গোলে শাহরাস্তিকে পরাজিত করে।এরপর মতলব দক্ষিণ বালক ও বালিকা দল কচুয়া বালক ও বালিকা দলকে পরাজিত করে। এরপরের খেলায় ফরিদগঞ্জ বালক ও বালিকা দল মতলব উত্তর বালক ও বালিকা দলকে পরাজিত করে।টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী সূচী অনুযায়ী ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভা দলের মধ্যে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টের খেলাগুলো হবে