মিন্টু মিয়া,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ’মুক্তি লভে বন্দী আত্না সুন্দরের স্বপ্নে, আয়োজনে/ নিঃশ্বাস নিঃশেষ হোক, পুষ্প বিকাশের প্রয়োজনে’ কবিতার পংক্তিকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে সুবচন কবিতা পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (২০ই মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে বীরমুক্তিযোদ্ধা ও গুণীজনদের সাথে নিয়ে কিশোর মুক্তিযোদ্ধা কবি সুহৃদ জাহাঙ্গীর এর উপস্থিতিতে কবি শামসুর রহমান রচিত কবিতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন সুবচন কবিতা পরিষদের নির্বাহী প্রধান, সহকারী অধ্যাপক আনজুমানআরা বেগম ও সদস্য সচিব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি। পরে আলোচনা সভা, আবৃত্তি, আবৃত্তির স্বর-স্বন্দে নৃত্য ও সংগীতানুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, খন্দকার শামসুল আলম, লুৎফর রহমান,রাজিবপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুস সবুর ফারুকী,রৌমারী মহিলা কলেজের অধ্যক্ষ মোমদেল হোসেন, রৌমারী সরকারী কলেজের প্রভাষক এম আর ফেরদৌস, রৌমারী সি জি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোরায়রা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল মজিদ, মতিউর রহমান মজনু মন্ডল, মকবুল হোসেন সিদ্দিকী, প্রিয়জন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রন্জু, সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,রৌমারী সি জি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম বিএসসি, যুব মহিলা লীগ নেত্রী ছামছি আরা সুমি, সূধীজন, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।