রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
সুবর্ণচরে কৃষক মিলনকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে সন্ত্রাসীরা
দেলোয়ার নোয়াখালী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নোয়াখালীর সুবর্ণচরে পূর্বশত্রুতার জেরধরে মধ্যচরবাটা গ্রামের নিরীহ কৃষক কামাল উদ্দিন মিলনকে চিহ্নিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা করেছে । মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের রবির দোকান টু শান্তর দোকান রোড়ে জয়নাল রাজের বাড়ির সামনে । গুরুতর আহত মিলন বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে । ঘটনার প্রত্যক্ষদর্শী মধ্যচরবাটা গ্রামের নুর করিম চানমিয়া জানান, ঘটনার দিন কামাল উদ্দিন মিলন সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে জয়নাল রাজের বাড়ির সামনে গেলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাফর, মোজাক্কের ও তার ভাই ফারুকসহ ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মিলনের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় চানমিয়াসহ এলাকাবাসীরা মিলনকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা রোগীর অবস্থা আশংকাজনক দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।আহত মিলন বলেন, ঘটনার দিন সন্ধ্যার পর সে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে উল্লেখিত জয়নাল রাজের বাড়ির সামনে গেলে মধ্যচরবাটার আব্দুল আহাদের পুত্র জাফর ওরফে এসপি জাফরের (৫০) নেতৃত্বে পূর্বচরবাটার চরমজিদ গ্রামের আবুল কালামের পুত্র মহি উদ্দিনের (৩৬), তার ভাই মোজাক্কের (৪০), মধ্য চরবাটা গ্রামের ছায়েদল হকের ছেলে ফারুক (৩০), আলী আকন্দের ছেলে জাফর ও ছেলে রহিম উল্যাহ এবং সিদ্দিক আহম্মদ পিতা অজ্ঞাতসহ আরো ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি কুপিয়ে মিলনকে গুরুতর আহত করে। তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।আহত মিলনের ভাই দিদার বলেন, গত ৫ মার্চ রাতে স্থানীয় জাফরের ছেলে রফিক একই এলাকার এক নারীর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে ঐ নারীর বাড়িতে গেলে এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। পরিবর্তীতে রফিক সেই ঘটনা পরিকল্পিত বলে কামাল উদ্দিন মিলন, দিদার, নুর করিমসহ একাধিক ব্যক্তিকে আসামি করে জেলা জজ কোর্টে মামলা করেন। এ ঘটনার সূত্র ধরে সন্ত্রাসীরা পূর্বে থেকেই মিলনসহ অন্যান্যদেরকে হুমকি-দুমকি দিয়ে আসছিল। চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, ঘটনাটি শুনেছি। আহতকে চিকিৎসা করানোর জন্য বলেছি। তবে এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.