রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
সুবর্ণচরে প্রথম নারী ইউএনও চৈতি সর্ববিদ্যা
দেলোয়ার জেলা প্রতিনিধি,নোয়াখালী প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
নোয়াখালীর অপার সম্ভাবনাময় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুবর্ণচর উপজেলায় প্রথম বারের মত নারী ইউএনও হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশ সরকারের মেধাবী ও চৌকস অফিসার চৈতি সর্ববিদ্যা। বুধবার (৯ জুন) বিকেলে নোয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ।বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।এদিকে তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে শুভকামনা করেছেন, সুবর্ণচররের বিশিষ্ট কৃতি সন্তান চবি'র প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, সিনিয়র সহকারী জজ শাহিন সিরাজ, পিবিআই কর্মকর্তা আবু জাফর মোঃ ওমর ফারুক (ওসি ফারুক), দৈনিক সমকালের ষ্টাপ রিপোর্টার জাহিদুর রহমানসহ বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবর্ণচর প্রেসক্লাব, বিএমএসএফ সুবর্ণচর উপজেলা শাখা, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।৩৩তম বিসিএসের কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা এর আগে মানিকগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।নবাগত ইউএনও চৈতি সর্ববিদ্যা বলেন, সুবর্ণচরের মতো উপকূলীয় উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে তিনি আনন্দিত। সবার সহযোগিতায় অর্পিত দায়িত্ব পালন করতে চান তিনি।জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, আমাদের সমাজে নারীরা এখন পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী। চৈতির যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার আরেকটি নজির। তিনি আরো বলেন, জেলায় আগের নারী ইউএনওরা ভালো করছেন। চৈতি সর্ববিদ্যাও এর ব্যতিক্রম হবেন না বলে আশা করি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.