নোয়াখালী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নোয়াখালীর সুবর্ণচরে সদ্য সমাপ্ত ২নং চরবাটা ইউপি নির্বাচনের জের ধরে ইউনিয়নের চরমজিদ গ্রামের আ. লীগের সহসভাপতি বৃদ্ধ কৃষক রফিকুল ইসলাম ফরিদকে (৬৮) একই এলাকার হাইব্রিড যুবলীগ কর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেছে। রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় স্থানীয় গ্লোব বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত কৃষক বর্তমানে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । হামলায় আহত কৃষক ফরিদ অভিযোগ করে বলেন , গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত চরবাটা ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে চশমা মার্কা ও মেম্বার পদে ফুটবল মার্কায় ভোট দেন । এতে নির্বাচনের পরদিন থেকে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক এলাকার কথিত হাইব্রিড যুবলীগ কর্মীরা বৃদ্ধ কৃষক ফরিদকে দেখে নেবে বলে হুমকি দিতে থাকে। হুমকির ভয়ে তিনি নির্বাচনের পর থেকে এতদিন হাটে-বাজারে না গিয়ে নিজ বাড়ীতে অবস্থান করেন। অবশেষে ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে তিনি স্থানীয় গ্লোব বাজারে গেলে উল্লেখিত নির্বাচনের জের ধরে এলাকার নব্য যুবলীগ কর্মী রাশেদ (৩০), মিরাজ (৩০) ও মাকছুদসহ কয়েক জন উক্ত বাজারের পশ্চিমা মাথায় বৃদ্ধ কৃষক ফরিদকে পিটিয়ে গুরুতর আহত করে বলে তিনি অভিযোগ করেন । পরে বাজারে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে চরজব্বার হাসপাতালে ভর্তি করে। আহত কৃষক ফরিদ আরো অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নত কিছু আ.লীগ ও যুবলীগের হাইব্রিড কর্মীর মদদে তার উপর হামলা করা হয়েছে।
৭৪ views