মো. রুবেল আহমেদ, (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)।
টাঙ্গাইলের গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে গাজীপুরে বদলি করা হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে লক্ষ্যে ৩ই জানুয়ারী ঐ ওসিকে প্রত্যাহারের সম্মতি দেন নির্বাচন কমিশন।
৪জানুয়ারী ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সাক্ষরিত এক আদেশে জানানো হয়, ইন্সপেক্টর, গাজীপুর জেলা মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়বকে অফিসার ইনচার্জ (ওসি) গোপালপুর থানা, টাঙ্গাইলে পদায়ন এবং ওসি মো. জিয়াউল মোর্শেদকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান।
এর আগে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ওই ওসির বিরুদ্ধে পক্ষ পাতিত্বের অভিযোগ তুলেন এবং নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]