চট্টগ্রামের পতেঙ্গায় এক কিশোরীকে মারধর এবং হত্যার হুমকির ঘটনায় ‘কিশোরী গ্যাং লিডার’ তাহমিনা সিমিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ রোববার (১৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজার আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন বলেন, ‘পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গত শুক্রবার (১২ মার্চ) পতেঙ্গা সমুদ্র সৈকতে এক কিশোরীকে মারধর এবং হত্যার হুমকি দেয় দুই কিশোর ও কিশোরী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে শনিবার ‘পতেঙ্গা সৈকতে কিশোরীকে মারধর-হত্যার হুমকি, ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এর পরপরই ‘কিশোর গ্যাং লিডার’ তাহমিনা সিমিকে হেফাজতে নেয় পুলিশ। পরে সিমির বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী। আজ সে মামলায় সিমিকে আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগেও গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে মারধর করেছিলেন সিমি ও তার গ্রুপ। পরে ওই তরুণীর মামলায় একই বছরের ২৭ আগস্ট দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছিলেন সিমি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]