একদিকে সর্বোচ্চ তাপমাত্রায় ফুটছে বৃটেন। তার ওপর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা। উত্তপ্ত বৃটেনে তীব্র গরমের কারণে বন্ধ করে দেয়া হয়েছে অনেক স্কুল। দাবদাহে পুড়ে গেছে বেশ কয়েকটি স্থান। অন্যদিকে কনজারভেটিভ পার্টির প্রতিযোগিতায় একে একে ঝরে গেছেন প্রায় ৭ জন প্রার্থী। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, গতকাল সকাল পর্যন্ত এই দৌড়ে টিকে ছিলেন ৩ জন। বুধবার নতুন করে দলীয় এমপিরা আবার ভোট দেন। তাদের উদ্দেশ্য এই তিনজনের মধ্য থেকে দু’জন প্রার্থীকে বের করা। এতে সবচেয়ে কম ভোট পান পেনি মরডেন্ট। ফলে তিনি বাদ পড়েছেন ১০ ডাউনিং স্ট্রিটের দৌড় থেকে।এরই মধ্যে পরাজয় স্বীকার করেছেন তিনি। গতকালের ভোটে ঋষি সুনাক পেয়েছেন ১৩৭ ভোট, লিজ ট্রাস পেয়েছেন ১১৩ ভোট এবং পেনি মরডেন্ট পেয়েছেন ১০৫ ভোট। সেপ্টেম্বরে কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনাক বা লিজ ট্রাসকে ভোট দিয়ে দলীয় প্রধান নির্বাচন করবেন। দলীয় প্রধানই হবেন নতুন প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবার পর্যন্ত টিকে ছিলেন চার প্রার্থী। সেখান থেকে মাইনাস হয়ে যান কেমি ব্যাডেনোচ। বুধবারের ভোটে বিজয়ী দুই প্রার্থীর ওপর সেপ্টেম্বরে ভোট দেবেন কনজারভেটিভ দলের সদস্যরা। তাতে বিজয়ীই হবেন কনজারভেটিভ দলের নেতা ও বৃটেনের নতুন প্রধানমন্ত্রী।