আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়াই করতে ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ ভোটারের সমর্থন নিয়ে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করেছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদ ভূঁইয়া।
তিনি সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের মরহুম সফিউর রহমান ভূঁইয়ার ছেলে। যিনি সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি (১৯৮৭-১৯৯৩) ও সৈয়দপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। হারুন অর রশীদ ভূঁইয়া নিজেও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং দুইবারের (১৯৯৭ ও ২০০৩ সালের নির্বাচন) নির্বাচিত ইউপি সদস্য। এছাড়াও তিনি ২০০৮ ডিসেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত আড়াই বছর সৈয়দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
২০১১ সালের নির্দলীয় ইউপি নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন, জনগণের অকুণ্ঠ সমর্থন থাকার পরও দলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে নির্বাচনের মাত্র ২ দিন আগে নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছিলেন। প্রসঙ্গত তখন দলীয় প্রতীক ছিলোনা তাও দলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেছিলেন।
হারুন অর রশীদ ভূঁইয়া বলেন, ‘সৈয়দপুর ইউনিয়নবাসীর চাওয়া, আমি যেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে সম্মত হই। তাই আপামর জনতার চাহিদা রক্ষা করতে আমি নৌকার মনোনয়ন প্রাত্যাশা করছি।’
তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আমার ইউনিয়নের নৌকা প্রেমী সাধারণ জনগনের চাহিদা পূরনে আমাকে আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের তথা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ করে দিলে ইউনিয়নের প্রত্যন্ত জনপদ ও নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কাজে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারব। আগামী ইউপি নির্বাচনে মনোনয়ন দাতাগন সৈয়দপুর ইউনিয়নবাসীর চাওয়াকে যথাযথ মূল্যায়ন করবেন এমনটাই আশা করছেন তিনি।’
সাবেক এ চেয়ারম্যান বলেন, ‘আমি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা আওয়ামী লীগের বর্তমান কান্ডারী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত কে শিরধার্য বুঝি।’