নোয়াখালীর সোনাইমুড়িতে ব্যবসা প্রতিষ্ঠান দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রায় ১০টিরও বেশি দোকান ঘর ভাঙচুর করে।
মঙ্গলবার ( ২৭ অক্টোব) রাত ৯ টার দিকে সোনাইমুড়ী পৌরসভার হাই স্কুল সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে মুখোশ পরা ২০ থেকে ৩০ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত নিয়ে সোনাইমুড়ী হাই স্কুল সড়কের দু’পাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এসময় তাদের হামলায় শাকিল টেইলার্স, ভাই ভাই ফার্নিচার, স্পোর্ট কর্ণার, হালিম স্টোর, মারজান কসমেটিকস, ইব্রাহিম আর্ট, ইবনে সিনা ডিজিটাল ক্লিনিক ভাঙচুর করে। এছাড়াও ছাতারপাইয়া চৌরাস্তা পর্যন্ত সড়কের প্রায় ২০টি দোকানের শাটার কোপায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চাষির হাট ইউনিয়নের পদুয়া গ্রামে ২০১৬ সালে নাওতলা গ্রামের ফরহাদ হত্যা মামলার জামিন পাওয়া আসামি কাউসার আলমকে নিহত ফরহাদের ছোটভাই মাসুম মারধর করে। এরই জের ধরে রাত ৯ টার দিকে কাউসার এর পক্ষ নিয়ে একদল যুবক মুখোশ পরে এসে দোকান- পাট গুলোতে হামলা চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, হামলার খবর শুনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
————————————————-
চাটখিল সোনাইমুড়ী নোয়াখালী
০১৮১৯৬৮৬২৩৩
২৮/১০/২০২০