নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে নূর রহমান এলেক্স (২১) নামের এক যুবক নিহত হয়েছে। পরিবারের স্বজনদের মতে মোবাইলে গেম খেলার সময় অবসাধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে আর একজন।
রবিবার ২৭সেপ্টেম্বর সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
গতকাল শনিবার ২৬সেপ্টেম্বর রাতে দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের পেশকার বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত নূর রহমান এলেক্স আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার নর্দান ইনস্টিটিউট অফ সাইন্স টেকনোলজির ডিপ্লোমা পড়ুয়া নুর রহমান এলেক্স মা পারভিন আক্তারের সাথে ঢাকা থেকে কয়েকদিন আগে দেওটি ইউনিয়নের নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার রাতে নানা জয়নাল আবেদিননের বিল্ডিংএর ছাদে বসে মোবাইলে গেম খেলছিল। এসময় ছাদের উপর দিয়ে পার্শ্ববর্তী নূর আলমের ঘর থেকে একই বাড়ীর মোশারেফ হোসেনের ঘরে একটি সাইড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। অসাবধানতাবশত ওই তারের সাথে জড়িয়ে এলেক্স বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে পড়ে মাথায় আঘাত পেয়ে অধিক রক্তক্ষরণে আহত হয়।
স্বজনরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আরও এক যুবক আহত হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]