"কুরআন পড়ো……জীবন গড়ো "
এ স্লোগান সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে আলী- মরিয়ম স্মৃতি বৃত্তি ও কুরআনে হাফেজদের সম্মাননা প্রদান করা হয়।
সোমবার ১৯অক্টোবর বিকেলে সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই মধ্যপাড়া মসজিদ প্রাঙ্গনে বৃত্তির উদ্যোক্তা ডাঃ মোস্তফা মিয়ার উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী আল জামিয়াতুল ফালাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওঃ ফারুক আহমেদ।
সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ ইউনুস শরীফ এর সভাপতিত্বে নিলামহাট উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মাওঃ মাইন উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, তরুণ উদয়মান বিশিষ্ট সমাজসেবক আবু সায়েম, মজিবুল হক পেশকার, নাদরের জামান, ভানুয়াই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ নজরুল ইসলাম, ভানুয়াই মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মজিবুর রহমান, সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেলাল হোসাইন ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ এর ছাত্র হাফেজ মোঃ ইয়াছিন সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাফেজবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার ৩৭ জন হাফেজ এর মধ্যে বৃত্তি , সনদ ও বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]