মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক সমিতি ।সোমবার সকাল ১১ টায় উপজেলা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধন বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন পাটওয়ারী, জেলা সহ সভাপতি নোমান উদ্দিন, মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইয়াছিন ভূঁইয়া প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা আব্দুল্লাহ আল মামুনের উপর সন্ত্রাসী হামলার বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে। পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং এ ঘটনার সুস্থ্য বিচার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে আব্দুল্লাহ আল মামুন তার নিজ গ্রাম মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন দোকান থেকে বাড়ী ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ইয়াকুব হত্যা মামলার প্রধান আসমী ওমর ফারুক ওরফে কোপা ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী আবদুল্লাহ আল মামুনের উপর স্বশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীরা হাতুড়ি, রামদাসহ দেশীয় অশ্র দিয়ে তার হাত পা এবং শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত কর। এ সময় সন্ত্রাসীরা তার ২টি মোবাইলসহ পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।