রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
সোনাগাজীতে ইয়াবা বিক্রির সময় যুবককে ধরলো পুলিশ
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধিঃ ফেনী জেলার সোনাগাজীতে ইয়াবা বিক্রির সময় সানা উল্যাহ প্রকাশ রিংকু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ৯৬টি ইয়াবা জব্দ করে পুলিশ।বুধবার (১০ আগষ্ট) সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক ইয়াকুবুল ইসলাম ভুঞা বাদি হয়ে ধৃত রিংকু ও তার সহযোগী সুজাপুর গ্রামের বিপ্লবের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
উপপরিদর্শক ইয়াকুবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া ইয়াবা বিক্রির খবরটি তিনি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ওসির নির্দেশে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময়ে হাতেনাতে রিংকুকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় তার সাথে থাকা একাধিক ব্যক্তি পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ইয়াবা বিক্রিকালে পুলিশ তাকে হাতেনাতে ধরার সময়ের পুরো ঘটনা ‘এমটিভি’ নামের ফেসবুক পেজ থেকে লাইভ প্রচার হয়। ওই সময় পুলিশ কর্মকর্তা,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন ও এলাকাবাসীর জিঞ্জাসাবাদে সে ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তার আরো কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেন। পরে মামলার আসামীর তালিকায় রিংকুর প্রকাশ করা অনেকের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান বলেন, ইয়াবা বিক্রির সাথে জড়িত রিংকুর প্রকাশ করা তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.