ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামে মাছ ধরতে গিয়ে পাইপে আটকে মোঃ জামশেদ আলম (২৭) নামে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে সোনাগাজীর উপকূলীয় চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামে মাছ ধরতে গিয়ে পানি নিস্কাসনের পাইপে আটকে মোঃ জামশেদ আলম (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সোনাগাজীর পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন ও চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।
মৃত মোঃ জামশেদ আলম চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের আমির হামজার পুত্র।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাবাসহ নিকটতম লোকজনের আবেদনের প্রক্ষিতে পুলিশ সুপারের সাথে আলোচনা ক্রমে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]