1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

বগুড়া সোনাতলায় ট্রেন যাত্রাবিরতির দাবিতে অবরোধ

শিমন আহম্মেদ বাদল, সোনাতলা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

শিমন আহম্মেদ বাদল: সোনাতলা উপজেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে ছাত্র-জনতা প্রায় তিন ঘন্টা দু’টি আন্তঃনগর ট্রেন অবরোধ করে রাখে। এতে করে ট্রেনের সিডিউলে বিপর্যয় ঘটে। পাশাপাশি রেলযাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

মঙ্গলবার সান্তাহার থেকে ছেড়ে আসা ৭১৩/৭১৪ আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি যাওয়ার সময় সকাল আনুমানিক সাড়ে ১০টায় সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে পৌঁছলে ছাত্র-জনতা প্রায় আড়াই ঘন্টা ওই ট্রেনটি অবরোধ করে রাখে। এরপর লালমনিরহাট থেকে ছেড়ে আসা ৭৫১/৭৫২ ট্রেনটি বেলা দেড়টায় সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে পৌঁছলে প্রায় ৩০ মিনিট ওই ট্রেনটি ছাত্র-জনতা অবরোধ করে রাখে।
এদিকে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচী চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, জোড়গাছা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সহিদুল হক টুল্লু, ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, তানভীর আহমেদ সোহান, ইউপি সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা শিপন মিয়া মিঠু, রফিক মেম্বার, সুমন মিয়া, শিবলু মিয়া, লাকি মেম্বার প্রমুখ।
বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১৩/১৪ কিলোমিটার দক্ষিণে সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন। এটি একটি শিক্ষা নগরী এলাকা। এই এলাকায় জেলার অন্যতম বৃহত্তম সৈয়দ আহম্মদ কলেজ হাট, সৈয়দ আহম্মদ বিশ^বিদ্যালয় কলেজ, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, সৈয়দ আহম্মদ মডেল আলিম মাদ্রাসা সহ অসংখ্য এনজিও প্রতিষ্ঠান, ব্যাংক বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে বগুড়া জেলার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনটি চালু হয়। জেলার বৃহৎ বেসরকারী সৈয়দ আহম্মদ কলেজ এ স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সৈয়দ আহম্মদ কলেজ হাটে ট্রেনযোগে মালামাল আনা নেওয়া করে। এছাড়াও ওই এলাকার শতকরা ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। তাদের উৎপাদিত কৃষিপণ্য ট্রেনযোগে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে নিয়ে যায়। এছাড়াও প্রতিনিয়ত হাজার-হাজার রেলযাত্রী লোকাল ট্রেনে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এতে করে সরকার প্রতিমাসে মোটা অংকের রাজস্ব আয় করে।
আরেকটি সূত্রে জানা গেছে, ১৯৭৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রেল বিভাগ শুধুমাত্র পণ্য ও টিকিটের মাধ্যমে প্রায় ১৪ কোটি টাকা আয় করেছে ওই ষ্টেশন থেকে।
দীর্ঘদিন যাবত ওই এলাকা সহ আশ পাশের এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা ওই ষ্টেশনে আন্তঃনগর ৭১৩/৭১৪ করতোয়া, ৭৬৭/৭৬৮ দোলনচাঁপা ও ৭৫১/৭৫২ লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি তুলে আসছে। এমনকি এলাকাবাসীর পক্ষে আন্তঃনগর ওই ট্রেনগুলো স্টপেজের দাবিতে সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বাক্ষরিত গত ৮/১০/২০২৪ তারিখে রেল উপদেষ্টার বরাবর আবেদন করেন। এরপর গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে মোঃ আব্দুল আউয়াল সহকারী চীপ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) পশ্চিম আবেদনকটি সুপারিশ করে পরবর্তি কার্যক্রমের জন্য বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটকে অবগত করেন। গত ১০ নভেম্বর ২০২৪ তারিখে লালমনিহাট অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পত্রটি সুপারিশ সহ চীপ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলে প্রেরণ করেন। পরিশেষে পত্রটি জেনারেল ম্যানেজার (পশ্চিম) এর কার্যালয়ের ডেপুটি চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোশা হাসিনা খাতুন স্বাক্ষরিত পত্রটি অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকাকে সুপারিশ সহ ২ মিনিট যাত্রা বিরতী দেওয়া যেতে পারে বলে অতিরিক্ত মহাপরিচালক অপারেশনকে অবগত করেন।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, ‘বিষয়টি থানা পুলিশ অবগত হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে সবাইকে অনুরোধ করে ট্রেনটি প্রায় আড়াই ঘন্টা পর ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।’
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, ‘ছাত্র জনতার ট্রেন অবরোধের বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে টেলিফোনে যোগাযোগ করেছি।’

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি