নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা অনুযায়ী খাদ্য বান্ধব কর্মসূচীর আওত্তায় আবারও ১০ টাকা কেজি দরে চাল গতকাল সোমাবার থেকে বিতরণ শুরু হয়েছে। উপজেলায় ১৯ জন ডিলারের মাধ্যমে চালগুলো বিতরণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট বাজার ও হরিখালী পয়েন্টে ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন ডিলার হুমায়ন সবীর সাবু ও ঈশ্বরচন্দ্র জৈন্য’র উপস্থিতিতে চাল বিতরণের উদ্বোধন করেন। সরজমিনে কাঁচারী বাজার এলাকার ডিলার খলিলুর রহমান, মহেষপাড়ায় ডিলার জহুরুল ইসলাম, পাকুল্লা বাজার ডিলার আবু লায়েছ হোসেন নাহিদ, চারালকান্দিতে আঞ্জুয়ারা বেগম, চরপাড়ায় রুহুল আমিন রুনু, হাট করমজায় ডিলার শাহাদত হোসেন লিটন, পদ্মপাড়ায় ডিলার রওশন কবির, সোনাকানিয়ায় ডিলার মোনাহার হোসেন ও ভেলুরপাড়ায় মোস্তাফিজার রহমান পান্না পয়েন্টে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করতে দেখা যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]