নুরে আলম সিদ্দিকী সবুজ সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে দুইটি চোরাই গরু উদ্ধার সহ এক চোরকে আটক করা করেছে। ২৩ মার্চ মঙ্গলবার উপজেলার দিগদাইর ইউনিয়নের শিহিপুর মৃধাপাড়া গ্রামে অভিযান চালিয়ে সায়েদজ্জামানের ছেলে খোকন এর বাড়ী হতে গরুসহ চোরকে আটক করা হয়। আটককৃত গরুচোর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বারইপাড়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আব্দুল মোমিন সাবু(৪০)।
জানা গেছে,২৩ মার্চ মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামে মৃত জোব্বার বেপারীর ছেলে আশরাফ আলীর গোয়াল ঘর থেকে দুইটি বকনা গরু চুরি হয়। একটি গরুর গায়ের রং কালো ও অপরটির রং লাল। আশরাফ আলী গরু চুরির বিষয়টি থানায় অবগত করে। সঙ্গে সঙ্গে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলীর নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম,এএসআই এরশাদ ও এএসআই আতিক সহ সঙ্গীয় ফোর্স দিনভর অভিযান চালিয়ে চোর আব্দুল মোমিন সাবুর শ্বশুরবাড়ী হতে গরুসহ তাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা সেকেন্ড অফিসার ইয়ামিন আলী জানান,এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]