রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
সোনাতলায় দূর্যোগ প্রশমন দিবস উৎযাপন
নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠি হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টৌবর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তর মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।দূর্যোগ কালীন সময়ে করণীয় নিয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশিক্ষণ দেন সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা।এসময় দূর্যোগ কালীন সময়ে বিশেষ করে ভূমিকম্প, অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সাথে কিভাবে মোকাবেলা করে নিজেদের নিরাপদ রাখা যায় এবিষয়ে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষনের মাধ্যমে শিখিয়ে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ আব্দুর রউফ, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দূর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-প্রকৌশলী আবু রেজওয়ান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.