নুরে আলম সিদ্দিকী সবুজ সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় র্যাবের অভিযানে সাত(৭)জুয়ারু আটক। আটককৃতরা হলো উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা পশ্চিমপাড়া গ্রামের মোঃ শাজাহান আলীর ছেলে সাইফুল ইসলাম(৪০), গারামারা পশ্চিমপাড়া গ্রামের মৃত মোসলেম আকন্দের ছেলে ফারুক আকন্দ(৪২), গারামারা পুর্বপাড়া গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে আবু সাঈদ(৪২), মধুপুর গ্রামের মৃত ইমারত আলীর ছেলে হাসানুজ্জামান হাসু(৪১), মধুপুর উত্তরপাড়া গ্রামের মোঃ ইমারত আলীর ছেলে জুলফিকার রহমান(৩৯), মধুপুর দক্ষিনপাড়া গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে আসলাম পারভেজ(২৫) ও মধুপুর উত্তরপাড়া গ্রামের মৃত শিশির কুমার পালের ছেলে শ্রী পিন্টু কুমার পাল(৩৯)। এদের সকলের নামে জুয়া আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে পরের দিন মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মামলাসুত্রে জানাযায়, উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট বাজার এলাকার সঞ্জয় মার্কেট সংলগ্ন স্থানে উল্ল্যেখিত বক্তিরা প্রকাশ্যে জুয়া খেলছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩’শে মার্চ মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া র্যাব-১২ এর একটি স্পেশাল টিম অভিযান পরিচালনা করে তাদেরকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরন ১ সেট তাস, ২৬,৯০০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এরপর জব্দকৃত আলামত সহ আটককৃত ব্যক্তিদের সোনাতলা থানায় হস্তান্তর করেন তারা। এদিকে আটককৃত ব্যক্তিদের নামে পরের দিন মঙ্গলবার সকালে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ১১ ধারায় সোনাতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে তাদের সকলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাযায়।