রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১ | ১৮ জমাদিউস সানি ১৪৪৬
সোনারগাঁওয়ে ডাকাত দলের নয় সদস্য গ্রেফতার
সোনারগাঁও প্রতিনিধিঃঝুমন মিয়া:নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী চৈতী কম্পোজিটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার শহীদের ছেলে কাউছার(২৩),কাদিরগঞ্জ প্রতাপনগর আনোয়ার হোসেনের ছেলে শরীফ(২৫),এনায়েত উল্লার ছেলে জসিম(২৩) গোয়ালদী এলাকার জামালের বাড়ীর ভাড়াটিয়া সোনামিয়ার ছেলে শোবেল মিয়া (২৮), প্রেমের বাজার এলাকার জয়নালের ছেলে সানি(১৯) গোয়ালদী এলাকার জামালের ছেলে বিজয়(২৪), মসুরা কান্দা এলাকার শাহ আলমের ছেলে জুয়েল(১৯), নীলকান্দা নামাপাড়া এলাকার ইসমাইলের ছেলে নজির ইসলাম(২০), ও হামছাদী এলাকার হযরত আলীর ছেলে রকি(২৫)।পুলিশ জানায়,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টিপরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি।এ সময় ডাকাতদের কাছ থেকে একটি তালোয়ার, দুটি ছেনদা, ১টি দেশীয় কাটারী, ১টি চাপাতি, ৮টি মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের মিনি পিকআপ জব্দ করা হয়।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা কুরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কে বিভিন্ন স্থানে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান দিয়ে এ ডাকাতি করার চেষ্টা করছিলো । এ ঘটনায় মামালা দায়ের করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.