মোঃ ঝুমন মিয়া, সোনারগাঁও উপজেলা প্রতিনিধি :পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কলতাপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা এক অটোরিকশা চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এসময় সন্ত্রাসীরা ওই অটোরিকশা চালকের গাড়িটিতে ব্যাপক ভাংচুর চালায়। মুমূর্ষ অবস্থায় ওই অটোরিকশা চালককে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো কলতাপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় আহত চালকের ভাই আওলাদ হোসেন বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বাছাব এলাকায় বসবাসরত ব্যবসায়ী আলাউদ্দিন মিয়ার নাতি অন্তরের সাথে একটি ঘটনার সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে একই এলাকার সানি, রনি, মোকাররম ও অলির বিরোধ চলে আসছিল। সাম্প্রতি আলাউদ্দিন মিয়ার ছোট ছেলে অটোরিকশা চালক হৃদয় হোসেন এঘটনার প্রতিবাদ করলে সানি, রনি, মোকাররম ও অলির নেতৃত্বে ৭/৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বৃহস্পতিবার সকালে কলতাপাড়া এলাকায় তার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা চালক হৃদয় হোসেন ভূইয়াকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে অটোরিকশা চালকের আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় আহত চালকের ভাই আওলাদ হোসেন বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।