মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকায় শান ফেব্রিকস নামের একটি সুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বিকেল পৌনে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মিলের ইউনিট ওয়ান ও ইউনিট টু'র বিভিন্ন সেকশন পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।সরেজমিনে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, আদমজি ইপিজেড, গজারিয়া ও মেঘনা গ্রুপের ৭ টি ইউনিট কাজ করে যাচ্ছে। ছুটির দিন থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে ড্যাম্পিংয়ের কাজ করা হয়।প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, এ মিলের পাশ্ববর্তী মাঠে নিয়মিতভাবে খেলাধুলা করেন। শান ফেব্রিকসে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। মালিক পক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]