1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ইউপি সদস্যের বাড়ির গেইট খুলে নিল বিএনপি কর্মীরা

মো: মামুন, সোনারগাঁও উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

মো: মামুন, সোনারগাঁও উপজেলা প্রতিনিধি:  নারায়নগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিমের বাড়ির গেইট গ্যাস কাটার দিয়ে খুলে নিলেন বিএনপি নেতাকর্মীরা। পূর্ব শক্তুতার জের ধরে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে পিকআপ ভ্যানে করে ওই গেইট খুলে নিয়ে যান। এসময় ওই বাড়িতে হামলা ও লুটপাটের চেষ্টা করা হলেও ব্যর্থ হন। গত সোমবার রাতে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামে ঘটনা ঘটে। এসময় বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বুধবার সকালে সোনারগাঁ থানায় ইউপি সদস্যের স্ত্রী মিনারা আক্তার বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিমের ওপর ৫ আগষ্ট সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে সারোয়ার, মনির হোসেন, রিফাত, সজিব. রুবেলসহ ২০-২৫জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এসময় বাড়িঘর ভাংচুর করা হয়। হামলাকারীরা আব্দুল হালিমকে কুপিয়ে জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সে পরিবারসহ অন্যত্র ভাড়া বাসায় বসবাস করেন।
গত সোমবার সন্ধ্যায় আব্দুল হালিমের স্ত্রী বাড়িতে আসার খবরে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের ভাই সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে মনির হোসেন, আজিজ, আল আমিন, ছায়েম, সোহেল, নুরু মিয়া, ফেরদৌসসহ ১০-১৫দলের একটি দল রামদা, ছেনা, চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়ে ইউপি সদস্যের বাড়িতে এসে গেইট খুলতে বলে। নারীরা বাড়িতে কোন পুরুষ না থাকায় গেইট খুলেনি। পরে গ্যাস কাটারের মাধ্যমে বাড়ির গেইট কেটে পিকআপ ভ্যানে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় ইউপি সদস্যের স্ত্রী মিনারা আক্তার বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।
আব্দুল হালিমের স্ত্রী মিনারা আক্তার বলেন, তার স্বামীকে ৫আগষ্ট সন্ধ্যায় কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থাকেন। গত সোমবার সন্ধ্যায় বাড়িতে আসার খবরে বিএনপি নেতা আব্দুর রউফের নেতৃত্বে লোকজন এসে বাড়িতে প্রবেশ করতে চান। বাড়ির গেইট না খোলার কারণে বাইরে উত্তেজিত হয়ে গালিগালাজ করে। এসময় বাড়ির সামনে একটি পিকআপ ভ্যান রাখা হয়েছে। গেইট খুললেই বাড়ি লুটপাট করে নিয়ে যাওয়ার শঙ্কায় ছিলাম। পরে তারা বাড়ির গেইট খুলে নিয়ে যায়।
অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, এ ঘটনার সাথে তারা জড়িত না। তাদের হেয় করার জন্য দুর থেকে তাদের বিরুদ্ধে অপ প্রচার করা হচ্ছে বলে দাবি করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ইউপি সদস্যের বাড়ির গেইট খুলে
নেওয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি