বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার চরকৈয়া গ্রামে সোমবার সকাল সাড়ে আটটায় ঈদ-উল-ফিতরের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে দিনের মিলরেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় এ এলাকায় বরাবরের মতো উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত তিনশতাধিক মুসল্লী এবারও ঈদ-উল-ফিতরের জামাত আদায় করে।
ঈদগাহ ময়দানের ইমাম সারোয়ার জাহান ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক বলেন, আমরা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের বাহিরে কোন কাজ করিনা বলেই সরকারের পক্ষ থেকে আমাদের জামাত চলাকালীন প্রতিবছর থানাপুলিশ ও গ্রাম পুলিশের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হয়, এবারও তার ব্যতীক্রম হয়নি।
ঈদের জামাতটিতে পুরুষদের পাশাপাশি কালো কাপড়ের পর্দা টানিয়ে মহিলারাও ঈদের নামাজে অংশগ্রহণ করে।
এছাড়াও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুর জেলায় আরও ৫টি গ্রামে আগাম ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। তথ্যমতে, সকাল আটটা থেকে নয়টার মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতরের সব জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি পর্দার আড়ালে নারী মুসল্লীরাও নামাজে অংশ নেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]