নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সৌদি আরবরে সঙ্গে আবারও ফ্লাইট চালু করছে বাংলাদেশ। আজ বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটগুলো নিয়মিত চলাচল করবে।
এর আগে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতের টিকিট দেয়া হবে।
টিকিট পেতে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ দেয়া সূচি অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
গত রবিবার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, করোনার নতুন প্রজাতি ঠেকানো ও চলমান অবস্থার আরও উন্নতির জন্য দুই দফায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে সৌদি আরব। এ সময়ে শুধু আকাশ নয়, স্থল ও জল পথেও সৌদি প্রবেশ স্থগিত করা হয়।
গত ২৮ ডিসেম্বর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে আগে গত ২১ ডিসেম্বর জারি করা হয় প্রথম নিষেধাজ্ঞা। বর্তমানে পরিস্থিতি অনেকটা উন্নতি হওয়ায় তা প্রত্যাহার করল দেশটি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]