রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
একদিন আগেই ঝিনাইদহে ঈদ উদযাপিত হল
সম্রাট শাহ্ খুলনা ব্যুরো চীফ,দৈনিক শিরোমণিঃ
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি গ্রামের কিছু মুসল্লী ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। বৃহস্পতিবার ১৩মে সকালে পৌরসভার চটকাবাড়িয়া ও উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ভালকি, পোড়াহাটি ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে এই ঈদের জামাত অনুষ্টিত হয়। এতে শতাধিক মুসুল্লি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।আগাম এই ঈদের নামাজ পড়তে আসা কয়েকজন মুসুল্লীর সাথে কথা বলে জানা যায়, তারা বলছেন, সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বুধবার শাওয়ালের চাঁদ দেখায় বৃহস্পতিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের মতে বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করতে পারবেন তারা। আগাম এ ঈদ উৎসব পালন নিয়ে এলাকার মানুষের মধ্যে মতবিরোধ থাকলেও কখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.