মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীরা বিদ্যালয়ে টিফিন খেতে পারবে না। তাদের বাড়ি থেকেই টিফিন খেয়ে আসতে হবে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সিলেট সরকারি মহিলা কলেজ পরিদর্শন শেষে এ কথা জানান মাউশি ডিজি।
শিক্ষা প্রতিষ্ঠান কেবল খাবার পানি সরবরাহ করবে জানিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের সময় ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
অভিভাবকদের উদ্দেশে মাউশি ডিজি আরও বলেন, পরিবারের কেউ অসুস্থ হলে বা করোনার উপসর্গ থাকলে তাকে যেন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো না হয়। এছাড়া শিক্ষার্থীদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]