করোনা (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধের পর দেশের সকল স্কুল-কলেজ আজ ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার খুলে দেওয়া হয়েছে। স্কুল খোলার প্রথম দিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগমসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এছাড়া কিছু সময় পরে স্কুল খোলার প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এসময় আইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিসেস সেলিনা আক্তারসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]