1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

স্কুল ছাত্রের হাতে গড়ে উঠল ‘পদ্মা সেতু’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
রেদোয়ান হাসান ,সাভার,ঢাকা, দৈনিক শিরোমণিঃ
ধীরে ধীরে প্রমত্তা পদ্মার বুকে জেগে উঠছে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু। দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র নসাৎ করে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করতে চলেছে বর্তমান সরকার। দীর্ঘতম এই সেতুর নান্দনিক সৌন্দর্য্য দেখতে প্রতিদিনই জাজিরা পয়েন্টে ভীড় করছেন দর্শনার্থীরা। সরকারের মেগা এই প্রজেক্টের কাজ চলমান থাকলেও এক স্কুলছাত্র মাটি ও সিমেন্ট দিয়ে বানিয়েছেন ডামি ‘পদ্মা সেতু’। নিপুণ হাতে গড়া হুবহু পদ্মা সেতুর মত ডামি সেতুটি দেখতে প্রতিদিনই ঢাকার ধামরাইয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে ভীড় করছেন অনেকেই।
উপজেলার সুতিপাড়া ইউনিয়নে দশম শ্রেণীর শিক্ষার্থী সোহাগ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় তার বানানো পদ্মা সেতু দেখতে আসছেন আশপাশের এলাকার মানুষ। নিজ বাড়ির পাশেই বাঁশ ও মাটির স্ট্রাকচারের উপর সিমেন্টের প্রলেপ দিয়ে বানানো হয়েছে পদ্মা সেতু। মূল পদ্মা সেতুর মতই হুবহু পদ্মা নদীর উপর নির্মিত করা হয়েছে ডামি এই পদ্মা সেতুটি। রেল লাইন থেকে শুরু করে মূল সেতু, ল্যাম্প পোস্টসহ সবি রয়েছে এই ডামি সেতুতে। রাতের বেলাতেও ল্যাম্প পোস্ট গুলোতে জ্বললে আরও সুন্দর হয়ে উঠছে সোহাগের স্বপ্নের পদ্মা সেতু। প্রথমঅবস্থায় তার কাজে সকলেই হাসি-মসকরা করলেও এখন তার পরিবার ও এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন সোহাগ।
সোহাগ আহমেদ বলেন, প্রথম যেদিনকা পদ্মা সেতুর স্প্যান বসে। ওদিনকা থাইকাই আমি অনুপ্রাণিত যে আমি ওইরকম একটা সেতু করতে চাই। প্রথম ২০১৮ সালে আমি সেতুর কাজ শুরু করি। কিন্তু ২০১৯-২০২০ সালেও কাজ সমাপ্তি দিতে পারিনি। কারণ তখন আর কি আমি মাটি দিয়া বানাইছিলাম। মাটির কারণে ওইটা ভাইঙ্গা গেছে। আবার বৃষ্টির পানিতেও গইলা গেছিল। তবে এ বছরও আমি মাটি দিয়াই বানাইছি। কিন্তু মাটির উপর হালকা করে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিছি। যাতে ছোটমোট বৃষ্টিতে যাতে এই সেতুটার মাটি যেন গলে না যায়।
তিনি আরও বলেন, ‘আমি দশম শ্রেণিতে বাণিজ্য বিভাগে পড়ালেখা করতাছি। বাড়ির কাজের পাশাপাশি আমি এই পদ্মা সেতু তৈরি করছি। এতদিন পর এটা বানাইতে পাইরা আমার খুব ভাল লাগতেছে। আগে আমার বাবা-মা আমাকে এটাতে বাঁধা দিছে। কিন্তু বাড়ির কাজে ফাঁকে ফাঁকে আমি ওইটা করছি। আশপাশের লোকজনও অনে হাসি-মসকরা করছে।’
‘অনেক লোক আসতেছে দেখতে। যেই দেখতেছে সেই প্রশংসা করতাছে। এই জিনিসটা বানিয়া আমি আনন্দিত অনেক। আমার এলাকাবাসী ও অনেক দূরের লোকজন এইটা দেখতে আসতাছে। আমি খুশি এই জন্য যে, আমার নিজের প্রতিভাটা আমি মানুষকে দেখাতে পারতেছি।’
সুতিপাড়া ইউনিয়নের গার্মেন্ট শ্রমিক আমিনুল ইসলাম বলেন, এখানে শুনলাম যে পদ্মা সেতু তৈরি করছে একটা ছেলে। শুনে খবর পেয়ে আজকে বিকেলে আমি দেখতে আসলাম। ব্রীজটা দেখে অনেক সুন্দর লাগলো। মনে করেন, একটা পদ্মা সেতুর যা যা প্রয়োজন ওই ছেলেটা তা করছে। রেল লাইন আর যে কয়টা রাস্তা সব করছে। যে ছেলেটা আসলে করেছে তার ব্রেনশক্তি আল্লাহ দিছে। আশা করি, আল্লাহর রহমতে এর চেয়ে সে আরও ভাল কিছু করতে পারবে।
গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের বাসিন্দা সেলিম মৃধাও এসেছেন স্কুলছাত্র সোহাগের বানানো পদ্মা সেতু একনজর দেখতে।
তিনি বলেন, ‘লোকমুকে আমার খবর পাইলাম যে, এখানে সুতিপাড়া এলাকায় একটা পদ্মা সেতু তৈরি করছে একটা ছেলে। প্রথমে ভাবছিলাম, কি না কি পদ্মা সেতু তৈরি করছে, মনে একটা সন্দেহ ছিল। সেটা দূর করার জন্য চলে আসলাম। কিন্তু এসে দেখি যে না, আসল যে পদ্মা সেতুটা আছে এবং এটা সেম। আমি তার কাজে খুব সন্তুষ্ট। সে একটা ছোট ছেলে ও দশম শ্রেণীতে পড়ে। এই রকম একটা কাজ এই ছোট ছেলের মাথায় আসছে আমার অবাক লাগছে। দোয়া করি ভবিষ্যতে সে আরও সামনে এগিয়ে যাক এবং বাংলাদেশের একজন অনেক বড় প্রকৌশলী হোক।’
সোহাগের বাবা সুলতান উদ্দিন বলেন, ‘বাংলাদেশে সরকার যে পদ্মা সেতু তৈয়ার করতেছে ওইডাতো সবাই যাইয়া দেখতে পারে না। আমার ছেলে মাটি দিয়া যাই করছে সব সময় লোকজন আসে। দেখে ভাল বলতাছে। আমার খুব আনন্দ লাগতাছে। আমি অনেক দিন নিষেধ করছি। কয়েক বচ্ছর (বছর) চেষ্টা করছে উ (সোহাগ), পারে নাই। এই বচ্ছর (বছর) আইসা করবার পারছে।’
তিনি আরও বলেন, ‘আমিতো চাই যে রকম কাজ করছে এহন। ভবিষ্যতেও এই রকম ভাল কাজ করুক। কিন্ত হ্যার জন্য সরকারের সাহায্য লাগবো।’
সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘আমি নিজেও গিয়া পদ্মা সেতুটা দেইখা আইসা। অনেক সুন্দর হয়েছে কাজটা। ছেলেটা আসলে অনেক মেধাবী। সে আমাদের এলাকাকে সবার কাছে পরিচিত করেছে। প্রতিদিনই লোকজন সেতুটা দেখতে আসতেছে। আমরা এলাকাবাসী ওরে নিয়া গর্বিত। ভবিষ্যতে সোহাগ ভাল কিছু করলে আমার কাছে যে কোন ধরণের সাহায্য সহযোগিতা পাবে।’
Facebook Comments
৯ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি