ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিত মাতৃভাষা দিবস উপলক্ষে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে ঠাকুরগাঁও জেলার পীরগন্জ থানার অন্তর্গত জসাইপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জসাইপাড়া ব্লাড ডোনার্স গ্রুপের কার্যক্রম। এই সময় উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও শাখার প্রধান উপদেষ্টা মোঃনবীরুল ইসলাম ও যুগ্ম আহব্বায়ক মোঃহারুনুর রশিদ । স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও শাখার প্রধান উপরদষ্টা মোঃনবীরুল ইসলাম বলেন সমাজে আত্ম মানবতার সেবায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং রক্ত দান একটি মহৎ কাজ। প্রতি চার মাস পরপর রক্ত দান করলে শরীর মন দুটোই সুস্থ থাকে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জসাইপাড়া ব্লাড ডোনার্স গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক শিমুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু জায়েদ। তিনি বলেন যুব সমাজকে নৈতিক শিক্ষার পাশাপাশি মানবিক কাজে এগিয়ে আসতে হবে। রক্ত দানের মাধ্যমে মানবিকতা পরিলক্ষিত হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খামার সেনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃজুয়েল রহমানও সার্বিক সহায়তায় ছিলেন মোঃ মাসুদ রানা, এবিএম, আশা এনজিও এবং মোঃ পয়গাম আলী, এমপিও, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং আরো স্থানীয় ব্যক্তিবর্গ ।