মোঃ ইকবাল বেনাপোলে শার্শা উপজেলা প্রতিনিধি : বেনাপোল চেকপোষ্টে ১কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বার সহ সিদ্দিকুর রহমান(৪৫) নামের এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।চেকপোষ্ট সূত্রে জানা গেছে,সোমবার(৭ নভেম্বর) দুপুরের দিকে সিদ্দিকুর রহমান নামের ঐ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্ট এলাকায় প্রবেশ করে। তার যাওয়ার বিষয়টি আগে-ভাগেই বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের নিকট গোপণ তথ্য চলে আসে এবং সে একজন স্বর্ণ পাচারকারী সে তথ্যটিও তারা পেয়ে যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল চেকপোষ্ট এলাকায় টহলদান জোরদার করে ওৎ পেতে থাকে।তথ্য মোতাবেক গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহভাজন সিদ্দিকুর রহমান কে চ্যালেঞ্জ করে এবং তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো এক কেজি ৪৪ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করে গোয়েন্দা কর্মকর্তারা।জব্দকৃত স্বর্ণের মূল্য ৮০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।আটক সিদ্দিকুর রহমান বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অত্যান্ত সফলতার সাথে আমরা বেনাপোল চেকপোষ্টে তল্লাশী অভিযান পরিচালনা করে সিদ্দিকুর রহমান নামের ঐ পাসপোর্ট যাত্রীকে ৯ পিস স্বর্ণের বার সহ গ্রেফতার করিআসামী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে ঐ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]