বিনোদন ডেস্ক : তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মাণ করছেন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘করোনা বিভ্রান্তি’। বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জের চিত্রপুরী শুটিং স্পটে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ হয়েছে।
স্বল্পদৈর্ঘ্যটি রচনা করেছেন প্রাচ্য পলাশ নিজে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঞ্জুমান জেসি, শিমুল খান রাজ, মাসুম ও সাব্বির।
‘করোনা বিভ্রান্তি’তে দেখা যাবে, বিশ্বব্যাপী ভয়াবহ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ইতালি প্রবাসী বাংলাদেশী তরুণী মাহীরা দেশে ফিরে এসে প্রথমে ঢাকার বাড়িতে ক’দিন অবস্থান করে। ধীরে ধীরে ঢাকাতেও করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় কিছুদিন পরে বাবার পরামর্শে মাহীরা রূপগঞ্জের গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে মাহীরা বুঝতে পারে এদেশের মানুষের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার আসল চিত্র। এ অবস্থার পরিবর্তনে মাহীরা তৎপর হয়ে ওঠে।
স্বল্পদৈর্ঘ্যটি পোস্ট প্রোডাকশনের কাজ শেষে ইউটিউব চ্যানেল ‘রাজ্য মাল্টিমিডিয়া’তে মুক্তি দেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]