স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ।এটা বাংলাদেশের গর্বের ও আনন্দের।সেই আনন্দ উদযাপনে ডুমুরিয়া থানা প্রাঙ্গনে আজ রবিবার (৭ মার্চ) আনন্দ উদযাপন সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,অতিরিক্ত ডিআই জি কে এম নাহিদুল ইসলাম(বিপিএম),সাহনেওয়াজ হোসেন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক,ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ,সারমিনা পারভিন রুমা জমাদ্দার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা-এ তিনটি সূচকের ভিত্তিতে জাতিসংঘ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে থাকে। জাতিসংঘের পর্যালোচনায় ২০১৯ সালে মাথাপিছু আয়ের মানদণ্ড নির্ধারিত ছিল ১ হাজার ২২২ মার্কিন ডলার। ওই বছর বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৮২৭ ডলার।
আর বর্তমানে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৬৪ ডলার। অর্থাৎ মানদণ্ডের প্রায় ১ দশমিক ৭ গুণ। মানবসম্পদ সূচকে নির্ধারিত মানদণ্ড ৬৬-এর বিপরীতে বাংলাদেশের অর্জন ৭৫ দশমিক ৪। অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকে উত্তরণের জন্য মানদণ্ড নির্ধারিত ছিল ৩২ বা তার কম। ওই সময় এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ২৭। সবক’টি খাতেই সর্বনিম্ন সূচক থেকে অনেক উপরে অবস্থান করছে বাংলাদেশ। কাজেই সবকিছু ঠিক থাকলে ৫ বছর পর এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।