রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত
রেদোয়ান হাসান ,সাভার,ঢাকাঃ
মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণ প্রবেশে সীমিত সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
এর আগে গত মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সাভার উপজেলা ও জাতীয় স্মৃতিসৌধে একটি স্মারক পাঠানো হয়।
স্মারকে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধ সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নিরাপত্তার কথা চিন্তা করে এবং করোনা সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত এসেছে।
সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.