ফজলুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। কিন্তু এই দিনেও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পল্লী সঞ্চয় ব্যাংকের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৬ মার্চ) দুপুর ১.৫৮ মিনিট সময় সরেজমিনে দেখা যায় বালিয়াডাঙ্গীতে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনের সবকটি অফিসের ভবনে পতাকা উত্তোলন করা হলেও শুধুমাত্র পল্লী সঞ্চয় ব্যাংক ভবনে মহান স্বাধীনতা দিবসে কোন পতাকা উত্তোলন করা হয়নি। এতে বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। মহান এই দিবসটিতেও যদি সরকারি প্রতিষ্ঠানের ভবনে পতাকা উত্তোলন না করা সাংঘাতিক লজ্জার বিষয়। পতাকা না টানিয়ে পুরো বাঙালি জাতিকে অপমান করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অভিযোগ রয়েছে সরকারি দিবসগুলোতে উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তারাই উপস্থিত থাকেন না। গত শুক্রবার(২৫ মার্চ) রাতে মোমবাতি প্রজ্জলন কর্মসূচীতে বালিয়ডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে ইউএনও, ওসি, পিআইওসহ কয়েকজন কর্মকর্তারা ছাড়া অন্য সব দপ্তরের কর্মকর্তারা কেউ ছিল না। অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি কর্মকর্তাকেই চিঠি দিয়ে জাতীয় দিবসগুলো উদযাপনের প্রতিটি কর্মসূচীতে অংশগ্রহণের জন্য বলেছেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী শাখার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আলাউল ইসলামকে একাধিকবার ফোন দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, স্বাধীনতা দিবসের কর্মসূচীতে অবহেলা করার সুযোগ নেই। কেন পল্লী সঞ্চয় ব্যাংকের ভবনে পতাকা টানানো হয়নি, এ বিষয়ে ওই দপ্তরের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে।