হান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে ভারত।
শুক্রাবার বেলা ১১ টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় এই টিকা।
স্বাস্থ্য অধিদপ্তর, ভারতীয় হাইকমিশন এই টিকা গ্রহণ করেন। পরে এখান থেকে টিকা নিয়ে রাখা হবে তেজগাওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী বন্টন করা হবে এই টিকা। এই ১২ লাখ ডোজ টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।
এর আগে গত জানুয়ারিতে ভারত উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দেয় বাংলাদেশকে। এ ছাড়া ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কিনেছে। যা প্রতি ছয় মাসে ৫০ লাখ ডোজ করে পাবার কথা বাংলাদেশের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]